Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

See Our Articles In Different Styles... Grid View List View

রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

বইঃ তাহকীক সুনান ইবনু মাজাহ - ফ্রি ডাউনলোড

Views:

A+ A-


সুনান ইবনে মাজাহ প্রসিদ্ধ ছয়টি হাদীস গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। হাদীস শাস্ত্রে ইমাম ইবনে মাজাহর অন্যতম অবদান এটি। ইমাম ইবন মাজাহ (রহ) সারাজীবন গভীর সাধনা, নিরবচ্ছিন্ন অধ্যবসায় ও ঐকান্তিক অভিনিবেশের মাধ্যমে হাদীস সংগ্রহ ও লিপিবদ্ধ করেন। এ গ্রন্থে অনেক মূল্যবান হাদীস রয়েছে যা অন্য কুতুবে সিত্তাহতে নেই। গ্রন্থটিতে ইমাম ইবনে মাজাহ ফিকহী মাসআলার তরতীব অনুযায়ী বিন্যস্ত করেছেন। হাদীসের বিন্যাস পদ্ধতি অনুপম ও অনন্য সাধারণ। সেই সাথে কোন পুন:পুন: হাদীস উল্লেখ করা হয়নি। এর বাব (পরিচ্ছেদ) গুলো দীর্ঘ নয়। এই গ্রন্থটির পূর্ণাঙ্গ তাহকীক সহ অনুবাদ ও প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স।



এই অনুবাদটির অনন্য বৈশিষ্ট্য:

• হাদীসের প্রাণ সনদ নিয়ে এই প্রথম আরবীর পাশাপাশি বাংলায় পূর্ণাঙ্গ সনদ উল্লেখ করা হযেছে।
• যেসব রাবী দুর্বল সেসব আলাদাভাবে আন্ডারলাইন করা হয়েছে।
• কোন হাদীসের একাধিক সনদ থাকলে তার সবগুলোই আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।
• কোন হাদীসের সনদে দুর্বলতা থাকলেও অন্য হাদীসে শাহেদ হাদীষ থাকলেও তা উল্লেখ করা হেয়ছে।
• প্রতিটি খন্ডের শেষে হাদীস বর্ণনাকারী দুর্বল রাবীদের সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করা হয়েছে। যা রিজালে ডিরেক্টরীর সাথে তুলনা করা যায়।
• রাবীদের জারাহ তা’দী বা দোষগুণ বর্ণনাকারী শতাধিক মুহাক্কিগণের নামের তালিকা ও তাদের উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে।
• অন্যান্য প্রসিদ্ধ হাদীস গ্রন্থের আলোকে তাখরীজ করা হয়েছে। সেই সাথে তাহক্বীকও উল্লেখ করা হয়েছে।
• একই বিষয়ের হাদীস অন্য হাদীসের সাথে মিল থাকলে সেটারও নম্বর দেয়া হয়েছে।
• বাংলা সূচীপত্রের পাশাপাশি আরবী সূচীও উল্লেখ করা হয়েছে।
• হাদীসে কুরআনের আয়াত আসলেও তা সূরা ও আয়াত নম্বর সহ উল্লেখ করা হয়েছে।
• কোন পর্বে কতটি অধ্যায় ও কতটি হাদীস রয়েছে তা সংক্ষিপ্তভাবে জানার জন্য বিশেষ সূচী নির্দেশিকা রয়েছে।
• হাদীসে কুদসী চিহ্নিত করা রয়েছে।
• মুতাওয়াতির, মারফু, মাওকুফ, মাকতু হাদীস চিহ্নিত করা রয়েছে।
• প্রতিটি খন্ডের শেষে পরবর্তী খন্ডে সুচী নির্দেশিকা রয়েছে।
• সুনান ইবনে মাজাহতে ইমাম ইবনে মাজাহ ও তাঁর ছাত্রদের বক্তব্যও উল্লেখ রয়েছে।
• বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা রয়েছে।


বিশেষ দ্রষ্টব্য: পি.ডি.এফ মূল বইয়ের বিকল্প নয়। বইটি ভাল লাগলে অবশ্যই বইটি কিনবেন, প্রকাশককে সহায়তা করবেন।


একনজরে বইটি:

বইয়ের নাম: তাহকীক সুনান ইবনু মাজাহ
লেখক: আল-হাফিয আবূ আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইয়াযীদ ইবনু আবদুল্লাহ ইবনু মাজাহ আল-কাযবীনী (র.)
প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স, হাজী আব্দুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা।


বইটি ডাউনলোড করুন

১ম খন্ড (৪০ মেগাবাইট) Download

২য় খন্ড (৩৫ মেগাবাইট) Download

৩য় খন্ড (৪০ মেগাবাইট) Download


বইটি পাওয়ার কিছু উল্লেখ যোগ্য লাইব্রেরী ও প্রকাশনী:

১. আল্লামা আলবানী একাডেমী, ৬৯/১ পুরনো মোগলাটুলী, ঢাকা-১০০০ যোগাযোগ : ০১১৯৯-১৪৯৩৮০, ০১৯১১৩১১০৯১
২. হুসাইন আল মাদানী প্রকাশনী, ৩৮, বংশাল নতুন রাস্তা, ঢাকা-১০০০। ফোন : ৭১১৪২৩৮, ৯৫৬৩১৫৫
৩. তাওহীদ পাবলিকেশন্স, ৯০, হাজী আব্দুল্লাহ সরকার লেন, ঢাকা-১০০০। ফোন : ৭১১২৭৬২ মোবাইল : ০১৭১১৬৪৬৩৯৬
৪. ওয়াহীদীয়া ইসলামী লাইব্রেরী, রাণীবাজার ( মাদরাসা মার্কেটের সামনে ), রাজশাহী, মোবাইল : ০১৯২২৫৮৯৬৪৫
৫. পৃথিবী বুক স্টল, ( স্টেশন মেইন গেটের সামনে ), স্টেশন রোড, দিনাজপুর।
৬. E.C.S লাইব্রোরি, আব্দুস সবুর চৌ: কুদরত উল্লাহ মার্কেট,বন্দর বাজার, সিলেট মহানগর। মোবাইল: ০১৯২০৭৩৭৭৩০
৭. হাদীস একাডেমী, ২১৪, বংশাল রোড, ঢাকা-১১০০। ফোন: ০২-৭১৬৫১৬৬, মোবাইল: ০১১৯১-৬৩৬১৪০, ০১৯১৫-৬০৪৫৯৮।


যে সকল ভাই এই বইগুলো স্ক্যান করে ইন্টারনেট জগতে ছড়িয়ে দিতে সময় ও শ্রম দিয়েছেন এবং এ ক্ষেত্রে আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন আল্লাহ তায়ালা তাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে এর উত্তম বিনিময় দান করুন। আমীন।


আরও ডাউনলোড করুনঃ বুখারী শরীফের বাংলা অনুবাদ - (১ থেকে ১০ খণ্ড) (ফ্রি ডাউনলোড)
আরও ডাউনলোড করুনঃ বইঃ সহীহ বুখারী (১ম - ৬ষ্ঠ খণ্ড) - তাওহীদ পাবলিকেশন্স [UPDATED] - ফ্রি ডাউনলোড
আরও ডাউনলোড করুনঃ বইঃ আল-আদাবুল মুফরাদ (অনন্য শিষ্টাচার) – ফ্রী ডাউনলোড
আরও ডাউনলোড করুনঃ সহীহ মুসলিম - ফ্রি ডাউনলোড
আরও ডাউনলোড করুনঃ সহীহ আত-তিরমিযী - ফ্রি ডাউনলোড
আরও ডাউনলোড করুনঃ আবু দাঊদ শরীফ - ফ্রি ডাউনলোড
আরও ডাউনলোড করুনঃ সুনানু নাসাঈ - ফ্রি ডাউনলোড
আরও ডাউনলোড করুনঃ সুনানু ইবনে মাজাহ -ফ্রি ডাউনলোড
আরও ডাউনলোড করুনঃ মুয়াত্তা ইমাম মালিক - ফ্রি ডাউনলোড
আরও ডাউনলোড করুনঃ মুসনাদে আহমদ - ফ্রি ডাউনলোড
আরও ডাউনলোড করুনঃ বই : তাহক্বীক রিয়াযুস স্বা-লিহীন – UPDATED VERSION


আরও ইসলামী বই ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন