Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

See Our Articles In Different Styles... Grid View List View

Copyright 2019-2022

Views:

A+ A-
আমাদের সাইট থেকে কপি পেষ্ট করা উম্মুক্ত; তবে আমাদের ওয়েব সাইট থেকে যে কোন ধরনের লেখার কোন পরিবর্তন গ্রহণীয় নয়! আমাদের সাইট থেকে ভাল লাগা প্রবন্ধটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন।
মানব হত্যা ও জঙ্গিবাদ
নিপাত যাক

এতদিন আমরা বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার কথা শুনতাম, এখন খোদ আমাদের দেশেও ছোবল দিচ্ছে সেই জঙ্গি গোষ্ঠী। তাই আমাদেyর সবাইকে এখন সোচ্চার হতে হবে। যার যার অবস্থান থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে আলেম সমাজকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। জাতির সামনে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরা তাদের দায়িত্ব। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে উম্মতকে সতর্ক করা এবং ইসলামের ব্যাপারে কুচক্রীদের প্রোপাগান্ডার সমুচিত জবাব দেয়া আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য।


সন্ত্রাসের ভয়াবহ অভিশাপে জাতি আজ ভীত-সন্ত্রস্ত। সমগ্র বিশ্বকে সন্ত্রাস, জঙ্গিবাদ অক্টোপাশের মতো ঘিরে ফেলেছে। বিশেষত মুসলিম বিশ্বে সন্ত্রাসের ছোবল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা অনেকে আজ ইসলামের নাম ভাঙিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ফলে গোটা পৃথিবীতে ইসলামকে কলুষিত করা হয়েছে। এখন পাশ্চাত্যের অনেকের কাছে ইসলাম আতঙ্কের বস্তু। জঙ্গিবাদ, উগ্রবাদ ইত্যাদি ঘৃণিত শব্দ ইসলামের পবিত্র গায়ে আপতিত হচ্ছে। অথচ ইসলাম সম্পর্কে জানাশোনা ব্যক্তিমাত্রই বিশ্বাস করেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। কারণ, ইসলাম শান্তির ধর্ম। মানবতার ধর্ম। মানুষের কল্যাণ সাধনের নিমিত্তে ইসলামের অভ্যুদয় হয়েছে। ইসলাম শুধু মানুষ নয়, জীবজন্তুর অধিকার আদায়ের ব্যাপারেও জোর তাগিদ প্রদান করেছে। বোখারির বর্ণনায় এসেছে, এক মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দেয়ার অপরাধে জাহান্নামে যাবে এবং একজন খারাপ মহিলা একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর উসিলায় জান্নাতে যাবে। মানুষ হত্যা ইসলামে জঘন্যতম অপরাধ। এর পরকালীন শাস্তি ভয়াবহ। পবিত্র কোরআনে একজন মানুষ হত্যাকে সব মানুষকে হত্যার সমতুল্য আখ্যায়িত করা হয়েছে। আবার একজন মানুষের প্রাণ রক্ষাকে সব মানুষের প্রাণ রক্ষা ঘোষণা করা হয়েছে।


আল্লাহ বলেন,
‘যে ব্যক্তি মানুষ হত্যার অপরাধ কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কর্ম পরিচালনা ব্যতীত কাউকে হত্যা করে, সে যেন সব মানুষকে হত্যা করে। আর যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে।’ (সূরা মায়েদা : ৩)।


অন্যত্র আল্লাহ বলেন,
‘যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে কোনো মুসলমানকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম। তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন। তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন।’ (সূরা নিসা : ৯৩)।


মুসলমান মাত্রই বিশ্বাস করে, এই জীবনের প্রতিটি কর্মের জবাবদিহিতা করতে হবে পরকালে আল্লাহর কাছে। মানুষের কর্মের মধ্যে সর্বপ্রথম মানবহত্যার বিচার হবে।

রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘কেয়ামত দিবসে সর্বপ্রথম মানুষের রক্তের বিচার হবে।’ (নাসাঈ)।


অাল্লাহ্ বলেন,
‘আপনি মানুষকে আপনার পালনকর্তার পথে আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে এবং উত্তমরূপে উপদেশ শুনিয়ে। আর তাদের সঙ্গে বিতর্ক করুন সুন্দর পন্থায়। যে ব্যক্তি আপন রবের পথ থেকে বিচ্যুত, তার সম্পর্কে আল্লাহ বিশেষভাবে জ্ঞাত। আর যারা সঠিক পথে আছেন, তাদেরও তিনি ভালো করে জানেন।’ (সূরা নাহল : ১২৬)।


ইসলামের সুদীর্ঘ ইতিহাসে কেউ প্রমাণ করতে পারবে না, নিরপরাধ মানুষ হত্যা করে কোনোকালে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এটা রাসুলুল্লাহ (সা.) এর পদ্ধতি নয়।


আজ একশ্রেণির স্বঘোষিত ইসলামের প-িত (?) কিশোর বয়সের ছেলেদের ইসলামের নাম ভাঙিয়ে বিপথগামী করছে। তাদের ইসলামের ভুল ব্যাখ্যা শিক্ষা দিচ্ছে। কোমলমতি এ কিশোরদের সহজে জান্নাতের যাওয়ার লোভ দেখিয়ে সন্ত্রাসের পথে ঠেলে দিচ্ছে। তাই আপনারা আপনাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। তাদের ইসলামের সঠিক জ্ঞান শিক্ষা দিন। বাবা হিসেবে প্রত্যেকে আপন সন্তাদের দায়িত্বশীল। নবীজি (সা.) হাদিসে এরশাদ করেছেন, ‘তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’






আমাদের সম্পর্কে islamerbd.blogspot.com একটি ইসলামিক সাইট, অনেক ইসলামিক সাইট থাকা সত্বেও সঠিক ইসলাম প্রচার এর ক্ষেত্রে বাংলা ভাষায় কুরআন ও সুন্নাহ মতে ইসলাম প্রচারের অভাব রয়েছে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রেচেষ্টা। সমসাময়িক ভাবে কুরআন ও হাদীস দ্বারা বর্তমান মানুষকে সংক্ষিপ্ত আকারে তাদের সামনে সঠিক ইসলামকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।

আমাদের এই কুরআনের পথ সাইট-টি কোন দল বা গোষ্ঠির সাথে জড়িত নয়। আমাদের কাজ ও কোন দল বা গোষ্ঠিকে খুশি করার স্বার্থে নয়। আমরা একমাত্র আল্লাহ্‌ সুবহানা তা’আলাকে খুশি করার সার্থেই এই কাজ করে যাচ্ছি।

কুরআনের পথ সাইট টি কোন কোম্পানী বা কমিটির সাথে জড়িত নয়। এটি একটি ব্যাক্তিগত ভাবে পরিচালিত। আমরা কোন দল বা কোন সংঘটন এর সাথে জড়িত নই।


দায়মুক্তির ছাড়পত্র

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি আল্লাহ্‌র নামে যিনি পরম করুয়াময় অতিশয় দয়ালু Islamerbd blogspot.com একটি ইসলামিক সাইট, আমরা ইসলাম প্রচার করি অজানা মানুষের নিকট সত্য ইসলাম কে পৌছে দেবার জন্য, কুরআন ও সহীহ হাদীস থেকে দলীল প্রমান সহ। আমরা আমাদের সাইটের লিখা কোন দল বা গোষ্ঠির জন্য করি না, আমাদের কে আল্লাহ সুবহানা তা’আলা-ই এর প্রতিদান দিবে ইনশাআল্লাহ্‌।


আমরা কোন রাজনৈতিক দলের সাথে যোক্ত নই। কোন দল বা গোষ্ঠির সমর্থন আমরা করি না। আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে খুশি করা।

কুরআন ও সহীহ হাদীসের বাণী সাধারণ জনগনের সামনে যথাযথ ভাবে তুলে ধরা।
কাউকে জুরপ্রবক মানানো আমাদের কাজ নয়; আমাদের কাজ মিথ্যার সামনে সত্যকে তুলে ধরা, মিথ্যাকে ধরিয়ে দিয়ে সত্য কে তুলে ধরা যেন সকল মুসলিম সঠিক পথ পেতে পারেন।

islamerbd.blogspot.com সাইট খুলার উদ্দেশ্য হলো সঠিক প্রচার করা। কোন ভ্রান্ত মতবাদ নয়, কুরআন ও সহীহ সুন্নাহ প্রচার করাই কুরআনের পথ এর লক্ষ্য।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন