Views:
A+
A-
- আমাদের সম্পর্কে
islamerbd.blogspot.com একটি ইসলামিক সাইট, অনেক ইসলামিক সাইট থাকা সত্বেও সঠিক ইসলাম প্রচার এর ক্ষেত্রে বাংলা ভাষায় কুরআন ও সুন্নাহ মতে ইসলাম প্রচারের অভাব রয়েছে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রেচেষ্টা। সমসাময়িক ভাবে কুরআন ও হাদীস দ্বারা বর্তমান মানুষকে সংক্ষিপ্ত আকারে তাদের সামনে সঠিক ইসলামকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।
আমাদের এই সাইট-টি কোন দল বা গোষ্ঠির সাথে জড়িত নয়। আমাদের কাজ ও কোন দল বা গোষ্ঠিকে খুশি করার স্বার্থে নয়। আমরা একমাত্র আল্লাহ্ সুবহানা তা’আলাকে খুশি করার সার্থেই এই কাজ করে যাচ্ছি।
Islamerbd blog সাইট টি কোন কোম্পানী বা কমিটির সাথে জড়িত নয়। এটি একটি ব্যাক্তিগত ভাবে পরিচালিত। আমরা কোন দল বা কোন সংঘটন এর সাথে জড়িত নই।
দায়মুক্তির ছাড়পত্র
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি আল্লাহ্র নামে যিনি পরম করুয়াময় অতিশয় দয়ালু Islamerbd.blogspot.com একটি ইসলামিক সাইট, আমরা ইসলাম প্রচার করি অজানা মানুষের নিকট সত্য ইসলাম কে পৌছে দেবার জন্য, কুরআন ও সহীহ হাদীস থেকে দলীল প্রমান সহ। আমরা আমাদের সাইটের লিখা কোন দল বা গোষ্ঠির জন্য করি না, আমাদের কে আল্লাহ সুবহানা তা’আলা-ই এর প্রতিদান দিবে ইনশাআল্লাহ্।
আমরা কোন রাজনৈতিক দলের সাথে যোক্ত নই। কোন দল বা গোষ্ঠির সমর্থন আমরা করি না। আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে খুশি করা।
কুরআন ও সহীহ হাদীসের বাণী সাধারণ জনগনের সামনে যথাযথ ভাবে তুলে ধরা।
কাউকে জুরপ্রবক মানানো আমাদের কাজ নয়; আমাদের কাজ মিথ্যার সামনে সত্যকে তুলে ধরা, মিথ্যাকে ধরিয়ে দিয়ে সত্য কে তুলে ধরা যেন সকল মুসলিম সঠিক পথ পেতে পারেন।
islamerbd.blogspot.com সাইট খুলার উদ্দেশ্য হলো সঠিক প্রচার করা। কোন ভ্রান্ত মতবাদ নয়, কুরআন ও সহীহ সুন্নাহ প্রচার করাই কুরআনের পথ এর লক্ষ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন