Views:
A+
A-
📖 ৯৩ সূরা আদ-দুহা 📖
শ্রেণী :মাক্কী সূরা 🕋
নামের অর্থ:"সকালের ঘণ্টা, উজ্জ্বল সকাল
আয়াতের সংখ্যা :১১
পারার ক্রম :৩০
রুকুর সংখ্যা :১
সিজদাহ্র সংখ্যা :নেই
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالضُّحَى
শপথ পূর্বাহ্নের, [ সুরা দুহা ৯৩:১ ]
وَاللَّيْلِ إِذَا سَجَى
শপথ রাত্রির যখন তা গভীর হয়, [ সুরা দুহা ৯৩:২ ]
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি। [ সুরা দুহা ৯৩:৩ ]
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى
আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। [ সুরা দুহা ৯৩:৪ ]
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। [ সুরা দুহা ৯৩:৫ ]
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى
তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। [ সুরা দুহা ৯৩:৬ ]
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى
তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন। [ সুরা দুহা ৯৩:৭ ]
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى
তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। [ সুরা দুহা ৯৩:৮ ]
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না; [ সুরা দুহা ৯৩:৯ ]
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
সওয়ালকারীকে ধমক দেবেন না। [ সুরা দুহা ৯৩:১০ ]
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন। [ সুরা দুহা ৯৩:১১ ]
শ্রেণী :মাক্কী সূরা 🕋
নামের অর্থ:"সকালের ঘণ্টা, উজ্জ্বল সকাল
আয়াতের সংখ্যা :১১
পারার ক্রম :৩০
রুকুর সংখ্যা :১
সিজদাহ্র সংখ্যা :নেই
শপথ পূর্বাহ্নের, [ সুরা দুহা ৯৩:১ ]
وَاللَّيْلِ إِذَا سَجَى
শপথ রাত্রির যখন তা গভীর হয়, [ সুরা দুহা ৯৩:২ ]
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি। [ সুরা দুহা ৯৩:৩ ]
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى
আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। [ সুরা দুহা ৯৩:৪ ]
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। [ সুরা দুহা ৯৩:৫ ]
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى
তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। [ সুরা দুহা ৯৩:৬ ]
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى
তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন। [ সুরা দুহা ৯৩:৭ ]
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى
তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। [ সুরা দুহা ৯৩:৮ ]
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না; [ সুরা দুহা ৯৩:৯ ]
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
সওয়ালকারীকে ধমক দেবেন না। [ সুরা দুহা ৯৩:১০ ]
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন। [ সুরা দুহা ৯৩:১১ ]
THE END
সমাপ্ত
পড়ার জন্য ধন্যবাদ
Islamerbd Blog এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা
♥জাযাকাল্লাহু খাইরান ♥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন