Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

See Our Articles In Different Styles... Grid View List View

৯২ সুরা আল লাইল

Views:

A+ A-

📖৯২ সূরা আল-লাইল 📖

শ্রেণী :মাক্কী সূরা 🕋
নামের অর্থ:রাত্রি
আয়াতের সংখ্যা :২১
পারার ক্রম :৩০
রুকুর সংখ্যা :১
সিজদাহ্‌র সংখ্যা :নেই

 

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَاللَّيْلِ إِذَا يَغْشَى
শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে, [ সুরা লাইল ৯২:১ ]

وَالنَّهَارِ إِذَا تَجَلَّى
শপথ দিনের, যখন সে আলোকিত হয় [ সুরা লাইল ৯২:২ ]

وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَى
এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন, [ সুরা লাইল ৯২:৩ ]

إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى
নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। [ সুরা লাইল ৯২:৪ ]

فَأَمَّا مَن أَعْطَى وَاتَّقَى
অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়, [ সুরা লাইল ৯২:৫ ]

وَصَدَّقَ بِالْحُسْنَى
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, [ সুরা লাইল ৯২:৬ ]

فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى
আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। [ সুরা লাইল ৯২:৭ ]

وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَى
আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয় [ সুরা লাইল ৯২:৮ ]

وَكَذَّبَ بِالْحُسْنَى
এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, [ সুরা লাইল ৯২:৯ ]

فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى
আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। [ সুরা লাইল ৯২:১০ ]

وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى
যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না। [ সুরা লাইল ৯২:১১ ]

إِنَّ عَلَيْنَا لَلْهُدَى
আমার দায়িত্ব পথ প্রদর্শন করা। [ সুরা লাইল ৯২:১২ ]

وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى
আর আমি মালিক ইহকালের ও পরকালের। [ সুরা লাইল ৯২:১৩ ]

فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّى
অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। [ সুরা লাইল ৯২:১৪ ]

لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى
এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে, [ সুরা লাইল ৯২:১৫ ]

الَّذِي كَذَّبَ وَتَوَلَّى
যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। [ সুরা লাইল ৯২:১৬ ]

وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى
এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে, [ সুরা লাইল ৯২:১৭ ]

الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى
যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে। [ সুরা লাইল ৯২:১৮ ]

وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَى
এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। [ সুরা লাইল ৯২:১৯ ]

إِلَّا ابْتِغَاء وَجْهِ رَبِّهِ الْأَعْلَى
তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত। [ সুরা লাইল ৯২:২০ ]

وَلَسَوْفَ يَرْضَى
সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে। [ সুরা লাইল ৯২:২১ ]

THE END
Islamerbd Blog ি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন