Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

See Our Articles In Different Styles... Grid View List View

৮৬ সুরা আত তারিক্ব

Views:

A+ A-

📖 ৮৬ সূরা আত-তারিক্ব📖

শ্রেণী :মাক্কী সূরা 🕋
নামের অর্থ: রাতের আগন্তুক
আয়াতের সংখ্যা :১৭
পারার ক্রম :৩০
রুকুর সংখ্যা :নেই
সিজদাহ্‌র সংখ্যা :নেই

 

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالسَّمَاء وَالطَّارِقِ
শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। [ সুরা তারিক ৮৬:১ ]

وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ
আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি? [ সুরা তারিক ৮৬:২ ]

النَّجْمُ الثَّاقِبُ
সেটা এক উজ্জ্বল নক্ষত্র। [ সুরা তারিক ৮৬:৩ ]

إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে। [ সুরা তারিক ৮৬:৪ ]

فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। [ সুরা তারিক ৮৬:৫ ]

خُلِقَ مِن مَّاء دَافِقٍ
সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। [ সুরা তারিক ৮৬:৬ ]

يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। [ সুরা তারিক ৮৬:৭ ]

إِنَّهُ عَلَى رَجْعِهِ لَقَادِرٌ
নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম। [ সুরা তারিক ৮৬:৮ ]

يَوْمَ تُبْلَى السَّرَائِرُ
যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে, [ সুরা তারিক ৮৬:৯ ]

فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। [ সুরা তারিক ৮৬:১০ ]

وَالسَّمَاء ذَاتِ الرَّجْعِ
শপথ চক্রশীল আকাশের [ সুরা তারিক ৮৬:১১ ]

وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ
এবং বিদারনশীল পৃথিবীর [ সুরা তারিক ৮৬:১২ ]

إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ
নিশ্চয় কোরআন সত্য-মিথ্যা র ফয়সালা। [ সুরা তারিক ৮৬:১৩ ]

وَمَا هُوَ بِالْهَزْلِ
এবং এটা উপহাস নয়। [ সুরা তারিক ৮৬:১৪ ]

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
তারা ভীষণ চক্রান্ত করে, [ সুরা তারিক ৮৬:১৫ ]

وَأَكِيدُ كَيْدًا
আর আমিও কৌশল করি। [ সুরা তারিক ৮৬:১৬ ]

فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا
অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে। [ সুরা তারিক ৮৬:১৭ ]


THE END
Islamerbd Blog ি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন