Views:
A+
A-
📖 ১১৩ সূরা ফালাক📖
শ্রেণী :মাদানী সূরা 🕌
নামের অর্থ:নিশিভোর
আয়াতের সংখ্যা :৫
পারার ক্রম :৩০
রুকুর সংখ্যা :১
সিজদাহ্র সংখ্যা :নেই
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, [ সুরা ফালাক ১১৩:১ ]
مِن شَرِّ مَا خَلَقَ
তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, [ সুরা ফালাক ১১৩:২ ]
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, [ সুরা ফালাক ১১৩:৩ ]
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে [ সুরা ফালাক ১১৩:৪ ]
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। [ সুরা ফালাক ১১৩:৫ ]
শ্রেণী :মাদানী সূরা 🕌
নামের অর্থ:নিশিভোর
আয়াতের সংখ্যা :৫
পারার ক্রম :৩০
রুকুর সংখ্যা :১
সিজদাহ্র সংখ্যা :নেই
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, [ সুরা ফালাক ১১৩:১ ]
مِن شَرِّ مَا خَلَقَ
তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, [ সুরা ফালাক ১১৩:২ ]
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, [ সুরা ফালাক ১১৩:৩ ]
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে [ সুরা ফালাক ১১৩:৪ ]
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। [ সুরা ফালাক ১১৩:৫ ]
THE END
সমাপ্ত
পড়ার জন্য ধন্যবাদ
Islamerbd Blog এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা
♥জাযাকাল্লাহু খাইরান ♥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন