Views:
A+
A-
📖১০৯ সূরা কাফিরুন 📖
শ্রেণী :মাক্কী সূরা 🕋
নামের অর্থ:অবিশ্বাসী
আয়াতের সংখ্যা :৬
পারার ক্রম :৩০
রুকুর সংখ্যা :১
সিজদাহ্র সংখ্যা :নেই
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
বলুন, হে কাফেরকূল, [ সুরা কাফিরূন ১০৯:১ ]
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর। [ সুরা কাফিরূন ১০৯:২ ]
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি [ সুরা কাফিরূন ১০৯:৩ ]
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর। [ সুরা কাফিরূন ১০৯:৪ ]
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি। [ সুরা কাফিরূন ১০৯:৫ ]
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে। [ সুরা কাফিরূন ১০৯:৬ ]
শ্রেণী :মাক্কী সূরা 🕋
নামের অর্থ:অবিশ্বাসী
আয়াতের সংখ্যা :৬
পারার ক্রম :৩০
রুকুর সংখ্যা :১
সিজদাহ্র সংখ্যা :নেই
বলুন, হে কাফেরকূল, [ সুরা কাফিরূন ১০৯:১ ]
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর। [ সুরা কাফিরূন ১০৯:২ ]
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি [ সুরা কাফিরূন ১০৯:৩ ]
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর। [ সুরা কাফিরূন ১০৯:৪ ]
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি। [ সুরা কাফিরূন ১০৯:৫ ]
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে। [ সুরা কাফিরূন ১০৯:৬ ]
THE END
সমাপ্ত
পড়ার জন্য ধন্যবাদ
Islamerbd Blog এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা
♥জাযাকাল্লাহু খাইরান ♥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন