Views:
A+
A-
📖 ১০২ সূরা তাকাসুর📖
শ্রেণী :মাক্কী সূরা 🕋
নামের অর্থ:প্রাচুর্যের প্রতিযোগিতা
আয়াতের সংখ্যা :৮
পারার ক্রম :৩০
রুকুর সংখ্যা :১
সিজদাহ্র সংখ্যা :নেই
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ أَلْهَاكُمُ التَّكَاثُرُ
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, [ সুরা তাকাসুর ১০২:১ ]
حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও। [ সুরা তাকাসুর ১০২:২ ]
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। [ সুরা তাকাসুর ১০২:৩ ]
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। [ সুরা তাকাসুর ১০২:৪ ]
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে। [ সুরা তাকাসুর ১০২:৫ ]
لَتَرَوُنَّ الْجَحِيمَ
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, [ সুরা তাকাসুর ১০২:৬ ]
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে, [ সুরা তাকাসুর ১০২:৭ ]
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। [ সুরা তাকাসুর ১০২:৮ ]
শ্রেণী :মাক্কী সূরা 🕋
নামের অর্থ:প্রাচুর্যের প্রতিযোগিতা
আয়াতের সংখ্যা :৮
পারার ক্রম :৩০
রুকুর সংখ্যা :১
সিজদাহ্র সংখ্যা :নেই
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, [ সুরা তাকাসুর ১০২:১ ]
حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও। [ সুরা তাকাসুর ১০২:২ ]
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। [ সুরা তাকাসুর ১০২:৩ ]
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। [ সুরা তাকাসুর ১০২:৪ ]
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে। [ সুরা তাকাসুর ১০২:৫ ]
لَتَرَوُنَّ الْجَحِيمَ
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, [ সুরা তাকাসুর ১০২:৬ ]
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে, [ সুরা তাকাসুর ১০২:৭ ]
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। [ সুরা তাকাসুর ১০২:৮ ]
THE END
সমাপ্ত
পড়ার জন্য ধন্যবাদ
Islamerbd Blog এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা
♥জাযাকাল্লাহু খাইরান ♥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন