Views:
A+
A-
📖১। সূরা আল ফাতিহা📖
শ্রেণী :মক্কী সূরা 🕋
নামের অর্থ: শুরু
আয়াতের সংখ্যা :৭
পারার ক্রম :১
রুকুর সংখ্যা :১
সিজদাহ্র সংখ্যা :নেই
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। [ সুরা ফাতিহা ১:১ ]
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ
যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। [ সুরা ফাতিহা ১:২ ]
الرَّحْمـنِ الرَّحِيمِ
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। [ সুরা ফাতিহা ১:৩ ]
مَالِكِ يَوْمِ الدِّين
যিনি বিচার দিনের মালিক। [ সুরা ফাতিহা ১:৪ ]
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। [ সুরা ফাতিহা ১:৫ ]
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
আমাদেরকে সরল পথ দেখাও, [ সুরা ফাতিহা ১:৬ ]
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। [ সুরা ফাতিহা ১:৭ ]
শ্রেণী :মক্কী সূরা 🕋
নামের অর্থ: শুরু
আয়াতের সংখ্যা :৭
পারার ক্রম :১
রুকুর সংখ্যা :১
সিজদাহ্র সংখ্যা :নেই
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। [ সুরা ফাতিহা ১:১ ]
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ
যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। [ সুরা ফাতিহা ১:২ ]
الرَّحْمـنِ الرَّحِيمِ
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। [ সুরা ফাতিহা ১:৩ ]
مَالِكِ يَوْمِ الدِّين
যিনি বিচার দিনের মালিক। [ সুরা ফাতিহা ১:৪ ]
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। [ সুরা ফাতিহা ১:৫ ]
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
আমাদেরকে সরল পথ দেখাও, [ সুরা ফাতিহা ১:৬ ]
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। [ সুরা ফাতিহা ১:৭ ]
THE END
সমাপ্ত
পড়ার জন্য ধন্যবাদ
Islamerbd Blog এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা
♥জাযাকাল্লাহু খাইরান ♥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন